ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে অতর্কিত সন্ত্রাসী হামলা, গুলি বর্ষণ, অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট বাজারের লস্কর গেস্টহাউজের সামন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট উত্তর বাজার হয়ে চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ড, ক্রসরোড বাল্লারোড দিয়ে চুনারুঘাট মধ্য বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, দেওয়ান লুৎফুর রহমান লুতু, সাংগঠনিক সম্পাদক মর্তুজ সরদার, ছারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, খোকন চৌধুরী, নজরুল ইসলাম বকুল, শেখ শাহজাহান সাদী, মাজিদুল ইসলাম লুবন, জাফর ইকবাল জাহিদ, টিপু সুলতান, জহির, সেলিম মিয়া, সাবেক মেম্বার ও যুবলীগ নেতা আঃ ওয়াহেদ, আব্দুল্লাহ খান মামুন, লিজন, হাজী সেলিম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী আঃ রহমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- লিপি আক্তার, যুবলীগ গাজীপুর ইউনিয়ন শাখার সদস্য আমির হোসেন, এনু মিয়া, সাদ্দাম বাজার শাখার সভাপতি ফারুক মিয়া, অমৃত রেজা, রুবেল মিয়া, যুবলীগ নেতা আবুল খায়ের, রুমন মিয়া, সেলিম মিয়া, যুবলীগ নেতা আজিদ প্রমুখ। এ প্রতিবাদ সভায় যুবলীগের ১২টি ইউনিটের সভাপতি ও সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী ও ওয়ার্ড যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।