স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতাকর্মীদৈর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, বানিয়াচং থেকে একটি অনুষ্ঠান শেষে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে সুনারু কদমতলী এলাকায় একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।
এ সময় মোটরসাইকেলে থাকা যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, জসিম উদ্দিন, বিপুল রায়, বিপ্লব রায়, দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেল, শিমূল আহমেদ, মেহেদি হাসান ফাহিম, মুবারুল ইসলাম ও রাহুল দাশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
আহতদের মাঝে আক্তার হোসেনকে সিলেট এমএজি ওসমামী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। তিনি আরো জানান, এসময় হামলাকারীরা ৪টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক হামলার বিষয়টি নিশ্চিত করেন।