বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর বাজারের চৌমুহনীতে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ড্রেনেজ ও কালভার্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উক্ত প্রকল্পের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উদ্বোধন শেষে মিরপুর ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিনের সভাপতিত্বে ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, ব্যবসায়ী নেতা মোঃ কদর আলী।
উল্লেখ্য, মিরপুর চৌমুহনীর রাস্তাটিতে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছিল মিরপুরবাসী। এ সমস্যা নিয়ে বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশ হয়। পরে সমস্যা সমাধানের জন্য বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন উদ্যোগ গ্রহণ করেন। এতে উনার আহ্বানে মিরপুর চৌমুহনী ব্যবসায়ীদের দেয়া ২০ লক্ষ ও উপজেলা প্রশাসনের ৬ লক্ষ মিলিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে ২৮৫ মিটার দীর্ঘ পাকা ড্রেন ও একটি কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।