বাহুবল প্রতিনিধি ॥ ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল পুল এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। এ নিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো উপজেলার শীর্ষস্থান দখল করে প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা বজায় রাখল।
আজ মঙ্গলবার (০৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষিত ফলাফল অনুযায়ী বাহুবল উপজেলায় প্রাপ্ত ৪২টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে সানশাইন ২০টি ও ৪৫টি সাধারণ বৃত্তির মধ্যে ২টিসহ মোট ২২টি বৃত্তি লাভ করেছে। তাছাড়া এ বছর সানশাইন স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩টি জিপিএ-৫ প্রাপ্ত হয়।
এমন সাফল্যের জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্খাীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।