মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশলয় সাহাকে লাঞ্ছিত করার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতি পালন করছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথ সাংবাদিক সম্মেলন করে এ কর্মবিরতির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহষ্পতিবার সকাল থেকে জরুরী সেবা ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কর্মসূচি চলবে তিনি ঘোষনা দেয়া হয়।
ডাক্তার দেবাশীষ দেবনাথ জানান, গত বুধবার বিকেলে সনদপত্রের কাগজ সত্যায়িত না করায় বাকবিতন্ডার জের ধরে ফরাস উদ্দিন পিন্টুর নেতৃত্বে একদল যুবক মাধবপুর বাজারে ডাক্তার কিশলয়ের চেম্বারে প্রবেশ করে তাকে মারধোর ও লাঞ্ছিত করে।
তিনি অভিযোগ করে বলেন, এর আগে ডাঃ তরুন কান্তি পাল, বেলাল আজিজ, ডাঃ জুয়েল রায়ের উপর বিক্ষিপ্তভাবে কিছু যুবক খারাপ আচরণ করেন। এসময় মাধবপুর হাসপাতালে নারী পুরুষ ডাক্তাররা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাঃ কিশলয়ের অভিযোগ বেশ কিছু দিন ধরে পৌর জামায়াতের সেক্রেটারী আবুল খায়ের ও ছাত্রদল নেতা ওমর ফারুক তাকে হুমকি দিয়ে আসছে। তাদের ইন্দনে গত বুধবার আমার উপর পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কিশলয় বাদী হয়ে পিন্টু ও তার ভাই রিফাত উদ্দিনকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করছেন।