স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
সোমবার সকাল পৌনে ১০টায় তিনি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।