বিনোদন ডেস্ক : আবারও ইমরানের গানে দেখা যাবে মডেল অভিনেত্রী তানজিম তিশাকে। নতুন একটি মিউজিক ভিডিওর মডেল হলেনি এই দুই তারকা।
‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের এই গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন ইমরান।
গান ও মিউজিক ভিডিও নিয়ে ইমরান বলেন, ‘অামি এবং তিশা আগেও মিউজিক ভিডিও করেছি। তবে এবার ভিন্ন ভাবে উপস্থাপন করেছি নিজেকে। প্রাকৃতিক পরিবেশে খুব যত্ন করে ভিডিও নির্মাণ করেছেন পরিচালক। আশা করি সকলের ভালো লাগবে।’ খুব শীঘ্রই দেখা যাবে ইমরান-তিশা জুটির নতুন রসায়ন।
গত ১২ এবঙ ১৩ মার্চ মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ী পরিবেশ এবং সাজেক ভ্যালির নৈসর্গে মিষ্টি প্রেমের এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান।
গত ২০ জানুয়ারি অফিসিয়ালি গানটির মিউজিক ভিডিওর স্টুডিও ভার্সন প্রকাশ করে। গানটি ইমরানের তৃতীয় একক অ্যালবামে প্রকাশিত হবে। পহেলা বৈশাখের পরে মে মাসের দিকে বাজারে আসবে অ্যালবামটি।