বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সংঘ-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবীর তালুকদারকে সভাপতি ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৬০জন শিক্ষক-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- সহ-সভাপতি- মো: নুরুল ইসলাম (আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট) ও মো: হারুন অর রশিদ (ফয়জাবাদ মাধ্যমিক বিদ্যালয়); যুগ্ম সম্পাদক- মো: মুবাশ্বির উদ্দিন (ফতেহপুর আদর্শ উচ্চবিদ্যালয়) ও মো: নজরুল ইসলাম (আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট); কোষাধ্যক্ষ- সুজিত চন্দ্র দেব (ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়), সহ-কোষাধ্যক্ষ- পুলক চন্দ্র পাল (ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়); সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমাম (মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়); দপ্তর সম্পাদক মো: তুফাজ্জল হক (দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মামুনুর রশিদ (স্বস্থিপুর বালিকা উচ্চ বিদ্যালয়); সমাজ কল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ ফজলুল হক (পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়); আইন বিষয়ক সম্পাদক- মনোজ কান্তি পাল (শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মনজুর আলী (পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়); ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ (মিরপুর এফ.এন. উচ্চ বিদ্যালয়); মহিলা সম্পাদিকা- বকুল রানী কর (ছদরুল হোসেন বালিকা বিদ্যালয়); নির্বাহী সদস্য- মো: তাজুল ইসলাম মোল্লা ( ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়), স্বপন চন্দ্র পাল (পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়), উম্মুল খায়ের সুফিয়া খাতুন (দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল), আবু বক্কর সিদ্দিক (পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়) ও মো: তৌহিদ মিয়া (সাবেক শিক্ষক, রাগীব-রাবেয়া স্কুল এণ্ড কলেজ)।
সভায় বিশেষ আমন্ত্রণে বক্তব্য রাখেন- বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফ হোসেন, পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলন চন্দ্র দাশ ও শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের আজাদ উপস্থিত ছিলেন। সভায় সংঘের সভাপতি ও ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সবুজুন্নাহার বেগম, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপু রাণী রায় ও হেদায়েতুল ইসলাম মামুন, পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আইনুল ইসলাম প্রমুখ।