চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘এ মাটি নয় জঙ্গিবাদের এ মাটি মানবতার’ এ শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় পথনাট্যেৎসব ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিদ্যুৎ পালের পরিচালনায় ফানুস উড়িয়ে পথনাট্যোৎবের উদ্ভোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সাহিত্য সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পথ নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, মুক্তিযোদ্ধা কমামন্ডার আঃ ছামাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খাতুন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সালেহ উদ্দিন, বিশিষ্ট লেখিকা রুমা মোদক, জালাল উদ্দিন রুমি ও ক্যাবল টিভি নেটওয়ার্ককের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন প্রমুখ।
এ পথ নাট্যোৎসবে পাঁচটি নাট্যদল অংশ গ্রহন করে। এ গুলো হচ্ছে নগরনাথ সিলেট, উচ্ছ্বাস থিয়েটার শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ থিয়েটার, প্রতীক থিয়েটার দেউন্দি, লিটল থিয়েটার চুনারুঘাট।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলস্থ উচ্ছ্বাস থিয়েটারের গোবিন্দ রায় সুমনের লেখা নাটক ধান গাছের তক্তা দর্শকদের মুগ্ধ করে।