বাহুবল প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় বাহুবলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় বাহুবলের প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম খাঁনের পরিচালানায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এম. এম. ইলিয়াস, কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূইয়া, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম মিয়া প্রমুখ।