বাহুবল প্রতিনিধি : বাহুবলে জিহাদ (৯) নামে শিশু অপহরণকারী মুমিন হোসেন (৪৫) কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। তাকে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের সময় অপহরণকারী মমিন হোসেন কর্তৃক অপহৃত শিশু জিহাদের চাচা আঃ হামিদ ওরফে মোতালিব (৩০) ছুরিকাহত হয়। তবে ঘটনার ৫ মাসেও অপহৃত জিহাদ উদ্ধার হয়নি।
জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর সন্ধায় বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র শিশু জিহাদ (৯)কে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মমিন মিয়া সহ তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতে শিশুর মা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। মামলাটি বাহুবল থানায় তদান্তাধীন। ওই মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি প্রদর্শণ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। তুলে না নেয়ায় গত ৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে মমিন ও তার লোকজন শিশু জিহাদের বাবা ও আত্বীয় স্বজনকে মারধর করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় বাহুবল মডেল থানায় শিশু জিহাদের মা বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলার আসামী মমিন মিয়াকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এস আই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজারে মমিনকে গ্রেফতার করতে প্রস্তুতি চালায়। পুলিশের আচ পেয়ে মমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থাণীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। ওই সময় দুর্দান্ত অপহরণকারী মমিন হোসেন শিশু জিহাদের চাচা আঃ হামিদ ওরফে মোতালিব (৩০) কে প্রকাশ্যে ছুরিকাহত করে। আহত মোতালিবের মাথায় বেশ কটি আঘাত রয়েছে। গ্রেফতারকৃত মমিন মিয়াকে পুলিশ গতকাল দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।