অপু দাশ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সামছু উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে। সামছু আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের হামদু মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, ২৬ মার্চ সোমবার ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট মেট্রোপলিটন দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে শিবপাশা ফাঁড়িতে নিয়ে আসে।
আজ তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে পুলিশ। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ও ও শিবপাশা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত বি-বাড়ীয়ার রায়ের আদেশমূলে সামছু সাজা প্রাপ্ত পলাতক আসামী ।