বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২৬ মার্চ) দিনব্যাপী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, ফ্রি মেডিকেল চেকআপ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ৮টায় শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।
পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু ও লামাতাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সর্বানী দত্তের যৌথ সঞ্চালনায় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, শাহ আহমেদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ, সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুররাত ই এলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক জুবায়েদা মরিয়ম, আনসার-ভিপিপি কর্মকর্তা আফসানা আনজুম, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা তরুণলীগের আহ্বায়ক এম এ মজিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, বাহুবল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব, সাবেক ছাত্রলীগ নেতা সাহাবউদ্দিন, ডিএনআইর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সদস্য ও দৈনিক যায়যায়দিন বাহুবল প্রতিনিধি হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম, সাব-ইন্সপেক্টর মফিদুল হক, অমৃত সাহা, শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইয়াকুত আলী, হাবিবুর রহমান, হারুন সাই, তাজ উদ্দিন, জহিরুল ইসলাম সেলিম, মনিকা দেব জেনি, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, সহকারি শিক্ষক মিশন চন্দ্র পাল, প্লাবন চাষা বিন্দু, তফাজ্জুল হক, ফরহাদ আহমেদ, শিপ্রা রাণী, ঝুমা রাণী, তাছলিমা আক্তার সুমি, রাশেদা আক্তার, সোহাগী বেগম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, উপ সহকারি কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুর রউফ মোমেন, একটি বাড়ী-একটি খামার প্রকল্পের কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারি সাদিকুর রহমান চৌধুরী সুজন, উপজেলা টেকনিশিয়ান হারুন অর রশিদ, আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ীরা হল ক-বিভাগের কুচকাওয়াজে খুরশেদা হেকিম মেমোরিয়াল স্কুল প্রথম, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও কিশলয় জুনিয়র হাই স্কুল তৃতীয় এবং ক- বিভাগের ডিসপ্লেতে কিশলয় জুনিয়র হাই স্কুল প্রথম, বাহুবল আনন্দ নিকেতন দ্বিতীয় ও খুরশেদা হেকিম মেমোরিয়াল স্কুল তৃতীয় স্থান অধিকার করে।
এছাড়া খ-বিভাগের কুচকাওয়াজে সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল প্রথম, দি-হোপ ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল তৃতীয় এবং খ-বিভাগের ডিসপ্লেতে দি-হোপ ইন্টারন্যাশনাল স্কুল প্রথম, সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল দ্বিতীয় ও আলিফ সোবহান চৌধুরী কলেজ তৃতীয় স্থান অধিকার করে।
পরে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহের পরিচালনায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবধর্না প্রদান করা হয়। সর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের হাতে সম্মাননা তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!