নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক ইকবাল আহমেদ এর পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৫বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ মুক্তার হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ইংল্যান্ড প্রবাসী মীর গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো:অলি হোসেন লেচু,মো:শাহজান মিয়া সাজু,আব্দুল কাদের আছাদ,আনোয়ার আলী মাস্টার,নাজমা আরা বেগমসহ আরো অনেকে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরষ্কার বিতরণ করা হয় ও স্কুলের ছাত্র-ছাত্রীরা যেমন খুশি তেমন সাজ,নাচ-গান,নাটক,এবং স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে রশি টান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।