মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর ব্র্যাক স্কুলের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাহেবনগর ব্র্যাক স্কুলে ৫ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১১) শনিবার সকালে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যায়। সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা স্কুলের পাশে জনৈক ব্যক্তির বাড়ি দেখিয়ে দেয়ার কথা বলে মেহেদী হাসানকে স্কুল থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় মেহেদী ফিরে না আসায় স্কুলের প্রধান শিক্ষক মেহেদীর পরিবারের কাছে ঘটনা জানান। অপরদিকে দুপুরের পর থেকে দুর্বৃত্তরা মোবাইল ফোনে মেহেদীর পরিবারের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, অপহরণকারী মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করছে।