মোঃ সুমন আলী খান ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে হীড বাংলাদেশের আয়োজনে ও সীমান্তিকের নতুন দিন প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে এক বর্ণাঢ্য র্যালী নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে শনিবার সকাল এগারটায় প্যাথলজিষ্ট বেনু ভূষন দাশের পরিচালনায় ও স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান,সাইফুর রহমান সাগর,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,নবীগঞ্জ সিনিয়র সাংবাদিক সলিল বরণ দাশ,সীমান্তিকের নতুন দিন প্রকল্পের জেলা সমন্বয়ক শরীফ আল মঞ্জিল নবীগঞ্জের প্রজেক্ট ম্যানাজার ছফিনা খাতুন,হীড বাংলাদেশের দীপক চন্দ্র মল্লিক,মোঃতোফাজ্জল হোসেন চৌধুরী ও মহেন্দ্র ভৌমিক প্রমুখ।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশের টিসিএ ঝনা রাণী পাল। সভাপতি ও প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে ও ইতিহাস গড়ি সবাই মিলে এই স্লোগানকে সামনে রেখে যক্ষা নির্মূলে সবাইকে যার যার অবস্থান থেকে নেতৃত্ব দিয়ে যক্ষা নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সভায় হীড বাংলাদেশ ও সীমান্তিকে নতুন দিন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।