সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বাহুবল উপজেলার মিরপুর হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে বলৎকারের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) বেলা ১টায় জরুরী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয় মাদ্রাসা পরিচালনা কমিটি।
বহিস্কৃত মুহতামিম হবিগঞ্জ সদর উপজেলার নিতাইচক গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মাওলানা আব্দুল ওয়াদুদ। এর আগে সকালে বলৎকারের অভিযোগ এনে মাদ্রাসা ছাত্ররা তাকে একটি ক্লাসরুমে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে মাদ্রসা পরিচালনা পরিষদ উপস্থিত হয়ে মাদ্রাসা ছাত্রদের চাপের মুখে তাকে বহিষ্কার করেন।
এ দিকে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দস্তগীর আহম্মদ বহিষ্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।