স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, মহান স্বাধীনতার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রতিটি শিক্ষার্থীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে হলে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানা লাগবে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে সকল ছাত্রছাত্রীদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। এতে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সরকার। একদিন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। এরই মধ্যে বর্তমান সরকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এখন পৃথিবীর কাছে বিস্ময়, এগিয়ে চলেছে দুর্বার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, ইনস্টিটিউটের শিক্ষক বরকত উল্লাহ, কামাল উদ্দিন, ফখরুল ইসলাম তোফায়েল আহমেদ, আব্দুল হালিম, মোঃ শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক তোফায়েল আহমেদ। পরে স্থানীয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।