মোঃ সুমন আলী খান ॥ বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে উত্তরণে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এতে সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে সেখানে নি¤œ আয়ের দেশ থেকে নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণ সম্পর্কিত প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পল্লী বিদ্যূতের ডিজিএম আব্দুল বারী, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পিআইও সাধু মিয়া, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, শিক্ষক কাঞ্চন বণিক, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সুলায়মান হোসেন, এটিও অজয় কুমার দাশ প্রমুখ।