মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার দাঙ্গাপ্রবণ এলাকায় খড়কী ও খাটুরা গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি ও খুনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বিট পুলিশিংয়ের আহ্বানে সাড়া দিয়ে ৪৮ জন আসামী আদালতে আত্মসমর্পন করেছে।
গত মঙ্গলবার এর মধ্যে হবিগঞ্জ বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক ৩২ জনকে জামিন মঞ্জুর করেছেন। ১৬ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গত কয়েক বছর ধরে খড়কী ও খাটুরা গ্রামে এলাকার গ্রামীণ কোন্দলের জের ধরে ৪টি খুনের ঘটনা ঘটে। এছাড়া একাধিক মারামারির ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলায় প্রায় ২শ আসামীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ নিয়ে গ্রামের মধ্যে অশান্তি বিরাজ করেছিল।
সম্প্রতি মাধবপুর থানার বিট পুলিশিং কর্মকর্তা এসআই আব্দুল সাত্তার আসামীদের আদালতে আত্মসমর্পনের আহ্বান জানালে আসামীরা স্বেচ্চায় আদালতে আত্মসমর্পন করেন। এখন বাকী আসামীরাও আত্মসমর্পনের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে গ্রামে পূর্বের ন্যায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। ভবিষ্যতে তারা কোন দাঙ্গা হাঙ্গামায় জড়িত হবে না বলে ঘোষনা করে।