মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ-শেরপুর সড়কস্থ ছালামতপুর এলাকা থেকে মাদক বিক্রিকালে বাবুল আহমদ (২৮) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে। এ সময় সাথে থাকা কাগজের কাটন তল্লাশী করে ৭০ বোতল বিদেশী অফির্সাস চয়েজ জব্দ করে থানায় নিয়ে আসেন। ধৃত বাবুল মৌলভী বাজার সদরের পাগলিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত মাদক বিক্রেতা বাবুল আহমদ দীর্ঘদিন ধরে নবীগঞ্জসহ বিভিন্ন স্থানে অফির্সাস চয়েজ ছাড়াও বিভিন্ন জাতের মাদক বিক্রি করে আসছে। শনিবার বিকালে কাগজের কাটনে করে বিপুল পরিমান অফির্সাস চয়েজ নিয়ে বিক্রির জন্য নবীগঞ্জ শহরে আসে। কিছু বিক্রি করে অবশিষ্ট মাদক নিয়ে অন্যস্থানে যাওয়ার সময় গাড়ীতে উঠতে চাইলে শহরের ছালামতপুরস্থ চিটাগাং অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সপের নিকট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হানা দিয়ে তাকে আটক করে। এ সময় তার কাটন তল্লাশী করে ৭০ বোতল বিদেশী অফির্সাস চয়েজ জব্দ করেছে। আটককৃত মাদকের মুল্য হবে প্রায় ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে ধৃত বাবুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।