নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাকে ত্রি-বার্ষিকী সম্মেলনে ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মোঃ ছুরুক মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ সৈয়দ আলী হাসানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন বাহুবল উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ ফরিদ মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির শাহিন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব, মোঃ এনামুল হক, আব্দুল কাদির, জাকির হোসেন, রিপন মিয়া, জাবেদ মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোক্তার হোসেন আরজত, মখলিছ মিয়া, ছাবু মিয়া, রজব আলী, মনিরুল ইসলাম মনির, মোঃ আব্দুল্লাহ, মোঃ শেফুল, সহিদুল ইসলাম, মোতাব্বির মিয়া, মোছাব্বির মিয়া, রঞ্জন, ছায়েদ মিয়া, দুলাল, আব্দুল কাদির, হাফিজুর, শফিক মিয়া, মামুন মিয়া, আওলাদ মিয়া, মোঃ আমির আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ছুরুক মিয়া তালুকদারকে সভাপতি, মোঃ আব্দুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সৈয়দ আলী হাসানকে সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম মনিরকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মখলিছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট বাহুবল সদর ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় ৭ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদ পূরণের নির্দেশ দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।