হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ মার্চ) বিকেল ৪টায় অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, অভিযানে দই এর বক্সের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শহরের আদি গোপাল মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জয় গোপাল মিষ্টির দোকানকে চার হাজার টাকা, আল নোহা রেস্টুরেন্টকে আট হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় শতম স্ন্যাকসকে এক হাজার টাকা এবং পোড়া তেলে খাবার তৈরির অপরাধে আড্ডা ফাস্টফুডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য দেওয়ান মিয়া ও হবিগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা।