শংকর শীল চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা।
২৩ মার্চ শুক্রবার থেকে ২৬ মার্চ সোমবার পর্যন্ত এ পূজা চলবে। ইতিমধ্যে পূজা উদযাপন কমিটি সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন।
পূজার সময়সূচী -২৩ মার্চ শুক্রবার সকাল ১০ টা হইতে রাত ৮ টা পর্যন্ত শ্রীশ্রী বাসন্তী দেবীর ষষ্ঠ্যাদি পূজা, ২৪ মার্চ শনিবার সকাল ১০ টা হইতে রাত ৭ টা পর্যন্ত শ্রীশ্রী বাসন্তী দেবীর সপ্তম্যাদি পূজা,২৫ মার্চ রবিবার সকাল ১০ টা হইতে রাত ৮ টা পর্যন্ত শ্রীশ্রী বাসন্তী দেবীর অষ্টমী পূজা ও নবমী পূজা, ২৬ মার্চ সোমবার সকাল ১০ টা হইতে রাত ৭ টা পর্যন্ত শ্রীশ্রী বাসন্তী দেবীর মহা বিজয়া দশমী পূজা।
প্রত্যহ সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত ৯ টায় নাম সংকীর্ত্তন পরিবেশনায় স্হানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও প্রতিদিন মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। উক্ত পূজা অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।