নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারনা ও মারামারি মামলার আসামী গ্রেফতার করা হয়।
রোববার (১৮ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে দুইজন ওয়ারেন্টের একজন সাজাপ্রাপ্তসহ ৩ জনকে গ্রেপ্তার করেন বাহুবল মডেল থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাসুক আলীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে অভিযান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই রাজ কুমার এসআই অমিত এএসআই শাহীদুল এএস আই গোপাল এএসআই মাজিদ কামাইছড়া ফাড়ির এএসআই আব্দুল কাদির জিলানী ও এএসআই সিতিল।
এসময় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শীতল ছড়া চাবাগানের মৃত গোপাল কান্দির পুত্র পরমেশ্বর (৪০) একই উপজেলার বাহুবল সদর ইউনিয়নের বাবনা কান্দি গ্রামের মৃত মনসুর উল্লাহর পুত্র ফিরুজ আলী(৪৫) বিহারী পুর গ্রামের মৃত ফিরুজ আলীর পুত্র আব্দুল হান্নান (৩৫)কে উল্লেখিত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।তারা দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকিদিয়ে পলাতক ছিল।গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।