ফারুক মাহমুদ চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : চুনারুঘাট উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বাহার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় পৌর শহরের লস্কর ম্যানশনে কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎসব সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বাহার ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিলন উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা সাদিকুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান রিপন, টিপু সুলতান জহির মোল্লা, সেলিম, পৌর যুবলীগ নেতা মাজেদুল ইসলাম লোবন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, শাহজাহান সাদীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সভায় কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে।