বিনোদন ডেস্ক : মামলা নিয়ে কয়েকদিন বেশ ভোগাস্তিতে ছিলেন সালমান খান। শেষমেষ যাও স্বস্তির আভাস মিলছিলো সেটাও আর হলো না। শুক্রবার নিজের উকিলের বাসা থেকে গ্রেফতার হয়েছেন তিনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, বলিউডের এই বিগ সুপারস্টার ২০০২-এর ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি ফুটপাতে ঘুমন্ত ছিন্নমূল মানুষের উপর গাড়ি তুলে দেন। এ ঘটনায় একজন মারা যান এবং চারজন আহত হন। এই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম চলছে বছরের পর বছর ধরে।
গত অক্টোবর মাসেই সালমানকে তাঁর টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি চালাতে দেখা গেছে। এই গাড়িতে চাপা পড়েই ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে বান্দ্রায় একটি বেকারির সামনে ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচজন হতদরিদ্র মানুষ হতাহত হন। সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়িটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেলে একজন নিহত ও চারজন আহত হন।
বরাবরই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন না। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর ঘুমিয়ে থাকা মানুষদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।