স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে একজন মানুষের ৫০ বছর বেচে থাকাটাই চরম অনিশ্চিত। সেখানে একটি পেশায় নিরবচ্ছিন্নভাবে ৫০ বছর অতিক্রম করা ছোট কোনো বিষয় না। হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট সৈয়দ আফরোজ বখত আইন পেশায় সেই পঞ্চাশ বছর অতিক্রম করেছেন অত্যন্ত কর্মময় জীবনের মাধ্যমে। জেলা এডভোকেট সমিতির ঐতিহ্যবাহী তার এই মহেন্দ্রক্ষণকে উদযাপন করেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে।
গতকাল দুপুরে জেলা এডভোকেট সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় প্রথম কোনো আনুষ্ঠানিক সভা হয় এডভোকেট সৈয়দ আফরোজ বখত এর সংবর্ধনাকে কেন্দ্র করে। জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট আফীল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি সৈয়দ আফরোজ বখত আবেগাপ্লুত হয়ে তার প্রতি এই সম্মানের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান, সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, এডভোকেট আব্দুল মতিন খান, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট আহসানুল বর চৌধুরী ইকবাল, এডভোকেট মনোয়ার আলী, পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আরিফ চৌধুরী, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, এডভোকেট জমসেদ মিয়া, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তির জীবনী পাঠ করেন এডভোকেট শাহজাহান বিশ্বাস। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি এডভোকেট সৈয়দ আফরোজ বখতকে প্রথমে স্বর্ণপদক খচিত ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভাষা সৈনিক হিসাবে একটি এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অপর একটি ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথিকেও বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।