চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃতঃ হাবিবুর রহমানের কুখ্যাত মাদক বিক্রেতা পুত্র ফরিদ মিয়া (৫০) মাদক বিক্রয় কালে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছে।
১৬ মার্চ রাত সাড়ে দশটায় গোপন সংবাদের চুনারুঘাট থানার এস,আই কবির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দেউন্দি চা-বাগানের ১২ নং সেক্টর থেকে মোটরসাইকেলে বহন করে গাঁজা বিক্রয় কালে তাকে হাতে নাতে গ্রেফতার করেন।
ফরিদ মিয়া দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা সাপ্লাই দিচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি কে,এম আজমিরুজ্জামান।