শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাওর থেকে বিউটি আক্তার (১৬) নামে ধর্ষণ মামলার এক ভিকটিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মার্চ) সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। বিউটি আক্তার উপজেলার ব্রাহ্মনডুরা এলাকার সায়েদ আলীর মেয়ে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আনিছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছিল।
তিনি আরো জানান, সম্প্রতি বিউটির বাবা তাকে ধর্ষণের অভিযোগ এনে হবিগঞ্জ আদালতে একিেট মামলাও দায়ের করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।