নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ জহর লাল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশ।
শুক্রবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সুরমা চা বাগানের ৮ নং বস্তি এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সুরমা চা বাগান এলাকার মৃত নিমাই লাল ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।