বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রীতি ক্রিকেট ম্যাচে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি।
শুক্রবার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয়। ১৪৫ রানের টার্গেটে বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতি ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ৭ ইউকেটে জয় লাভ করে।
পরে বিকেল ৪টায় বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নিরঞ্জন সাহা নীরু, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুইয়া। বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, শামছুল হক, বাহুবল একাদশের অধিনায়ক আনোয়ার আলী।