স্টাফ রিপোর্টার ॥ গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে নৈপুন্যতার সাথে খেলেছেন হবিগঞ্জের নাজমূল।
ফুটবল ও হকিসহ বিভিন্ন খেলায় হবিগঞ্জের একাধিক মেধাবী খেলোয়ারের জাতীয়ভাবে রয়েছে ব্যাপক অর্জন। ফুটবল, ক্রিকেট ও ভলিবলসহ নানা প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা দলের তরুণেরা বিভিন্ন পর্যায়ে অংশ নিয়ে আসছেন রীতিমতো।
এছাড়া হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন আধুনিক হবিগঞ্জের রূপকার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
ক্রীড়াঙ্গণের এই অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে করা হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সারা বছর ধরে সব ধরণের খেলাধুলার ক্রীড়াপঞ্জি প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এতে রয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, এ্যামেচার, রাগবী, ব্যাডমিন্টন, সাতার, টেবিল টেনিস, এ্যাথলেটিকস, কেরাম, হকি, দাবা, রোপ স্কিপিং, বাস্কেট বল ও লনটেনিস খেলার পরিকল্পিত সময়সূচি। ১৭ ধরনের খেলার সময়সূচির অন্তর্ভুক্ত ক্রিড়াপঞ্জি অনুযায়ী সারাবছর খেলা পরিচালনা করতে পারলে হবিগঞ্জের ক্রিড়াঙ্গণ আরো এগিয়ে যাবে বলে মনে করছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম জানান, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলিসহ নেতৃবন্দের সমন্বয়ে এই ক্রীড়া পঞ্জিটি প্রকাশ করা হয়েছে। ৩৬৫ দিনের এই পঞ্জিতে রয়েছে সবধরণের খেলার তফসীল। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও জালাল স্টেডিয়াম দুই ভেন্যুতে সারা বছরে উল্লেখিত খেলা অনুষ্ঠিত হবে। এই পরিকল্পনাটি সফলভাবে সম্পন্ন করে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারবেন বলেও তিনি আশাবাদী।
হবিগঞ্জ ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক হিসাবে তিনি আরো জানান, বর্তমানে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিকভাবে অনেকদূর এগিয়েছে বাংলাদেশ। তাছাড়া সারাদেশে ক্রিকেটের প্রতিযোগিতাও এখন তুঙ্গে। সেই ক্ষেত্রে হবিগঞ্জ থেকে মেধাবী ক্রিকেটার বের করার উদ্দেশ্যে জেলা ক্রিড়া সংস্থার ক্রিড়া পঞ্জিতে চলতি বছরের ১০ অক্টোবরে ক্রিকেট পীচ তৈরী ও ৩ নভেম্বর প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরুর সময়সূচিও প্রকাশ করা হয়েছে।