মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সাদ্দাম মিয়া (২০) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বড়ুরা গ্রাম থেকে মাধবপুরের মনতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার রাজনগর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, সাদ্দাম আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
সর্বশেষে সে গত ৮ মার্চ চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় মামলা হলে ঘটনার পরদিন ফারুক মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেন। পরে ফারুকের স্বীকারোক্তি মোতাবেক বুধবার সাদ্দামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারের পর সে মোটরসাইকেল চুরির সাথে জড়িত স্বীকার করে সেটি ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেয়া হয়েছে বলেও পুলিশকে জানায়।