স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়ার ঘর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।
গতকাল রাত সাড়ে ৮টায় পৌর শহরের চন্দনা গ্রাম থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল চন্দনা গ্রামের মৃত মছিম উল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ) ডিবির ওসি মোঃ শাহ আলমের নেৃতৃত্বে একদল পুলিশ পৌর শহরের চন্দনা গ্রামে অভিযান চালায়।
এসময় চন্দনা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৮) এর ঘর থেকে ৪২ কেজি গাঁজ উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে হবিগঞ্জ ডিবির ওসি মোঃ শাহ আলম জানান, পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছে।