মো: হামিদুল হক ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের মোফাজ্জল (২০) হত্যাকান্ডের এজাহার ভুক্ত পলাতক আসামী তবারক মিয়া (২৩) কে গ্রেফতার করেছে শিবপাশা থানা পুলিশ। আটককৃত তবারক আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ (বড়হাটি) গ্রামের উস্তার উল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানাজায়, গত ২৭ জানুয়ারী মোফাজ্জল হত্যায় আজমিরীগঞ্জ থানায় নিহতের পিতা মস্তুরা মিয়া ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ৩ মার্চ সোমবার ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে কনেস্টেবল সুয়েল দাস ও সেনবাগ থানা পুলিশের সহযোগীতায় নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকার মতৈইন (পুলকি) গ্রামের পুরাতন মক্তব হইতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রাত ৮ টায় তাকে শিবপাশা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। হত্যার ঘটনায় মোফাজ্জলের পিতা মন্তুরা মিয়া বাদি হয়ে মামলা দায়ের করে।
মামলার অপর আসামীরা হল- হাদিস মিয়া (৪২),জুগল মিয়া (২৬),আনারুল মিয়া (২৭),টিটন মিয়া (৩৩), জসিম মিয়া (২২),সুমারুক মিয়া (৩৩), উস্তার মিয়া (৬০), সাগর মিয়া (১৯), আঙ্গুরা বেগম (৩৫)। এর আগেও ৯ জানুয়ারী রাত ১০টার দিকে মোফাজ্জল হত্যাকান্ডের অপর আসামী মোশারফকে কালিগঞ্জ বাজার হইতে গ্রেফতার করে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।