অপু দাশ ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বৃহত্তর স্কুল শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিস শনিবার সকাল সাড়ে ১১টায় এ মহড়ার আয়োজন করে। এসময় সকল শিক্ষার্থীদের আগুন নেভানোর কলাকৌশল শেখানো হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জামাল উদ্দিন শাহিন বলেন, অগ্নিকান্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়া শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্কুলের প্রধান শিক্ষক আবিদুর রহমান তার স্কুলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়ার ব্যবস্থা করায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারকে ধন্যবাদ জানান।