মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ আজ শনিবার ১০মার্চ ও আগামীকাল রবিবার১১মার্চ ২দিন ব্যাপী জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ এর বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লাম সায়্যিদ হাসান আসজাদ মাদানী ভারত।
আরও উপস্থিত থেকে বয়ান পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান ফারুক পীর সাহেব, বরুণা, বি-বাড়ীয় দারুল আরকাম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান, বি-বাড়ীয়া জামিয়া ইউনুসিয়ার শায়খুল হাদীস আল্লামা শামছুল হক, ঢাকা জামিয়া রহমানিয়ার শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক, ঢাকা জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুহাদ্দিস হযরত মাওঃ সায়্যিদ তাহমীদুল মাওলা, হযরত মাওঃ আলা উদ্দিন করিমপুরী, হযরত মাওঃ নাঈমুল হক ঢাকা, হযরত মাওঃ আইয়ুব বিন ছিদ্দিক বানিয়াচং, হযরত মাওঃ আমজাদ হুসাইন আশরাফী বি-বাড়ীয়া।
উক্ত মাহফিলে যোগদান করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন অত্র মাদরাসার মুহতামীম মাওঃ সৈয়দ তানভীর ছিফাতুল্লাহ।