নূরপুর প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে ইসলামী যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক সুন্নী মহাসম্মেলন ২০১৮ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার নূরপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বাদ আছর হইতে রাত ১ ঘটিকা পর্যন্ত সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও চার গ্রামের প্রেসিডেন্ট হাজী মুক্তার হোসেন এর সভাপতিত্বে ও অলি হোসেন লেচু সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাঃ মুফতি হাফিজ আহমেদ নিজামী সাফী।
এছাড়া আরো তাফফসীর পেশ করেন , হাফেজ বেলায়েত হোসেন, মাওলানা ক্বারী কাউছার আহম্মেদসহ আরোও স্থানীয় ওলামায়েকেরাম ওয়াজ ফরমান।
উক্ত সুন্নী মহাসম্মেলনে সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার জনসাধারণ ও উপস্থিত ছিলেন।