স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে যোগদানের শুরুতেই হবিগঞ্জের ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলার নবাগত ডিসি মাহমুদুল কবীর মুরাদ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়স্থ সভা কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন, এডিসি (জেনারেল) মোঃ ফজুলুল রহমান পাভেল।
এসময় জেলা প্রশাসন ও সাংবাদিকদের পক্ষে উপস্থিত থেকে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মোঃ সফিউল আলম, এডিসি রেভিনিউ) মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, সেক্রেটারী শাকিল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোঃ নাহিজ, সাবেক সভাপতি মোঃ শোয়েব চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালীম, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান সুহেল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, সাংবাদিক এম সজলু, প্রমুখ।
সংশ্লিস্ট মতবিনিময় পর্বে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের নিকট হবিগঞ্জ শহর গোটা জেলার সার্বিক পরিস্থিতি ও স্ব স্ব সমস্যার সমাধান জানতে চান। সাংবাদিকরাও নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এসব সমস্যা সমাধানে দ্রুত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জে খোয়াই নদী শহর প্রতিরক্ষা বাঁধ মেরামত-পুরাতন খোয়াই দখল ও অবৈধভাবে বাসা-বাড়ী নির্মাণ, শহরের বাইপাস সংলগ্ন পুরাতন রেললাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট-বাসা-বাড়ী উচ্ছেদ, মাদক নির্মূল সহ নানা সমস্যা সমাধানে তার আন্তরিকতার কথা উল্লেখ করে সমন্বিত উদ্যোগ নেয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বত করেন। এজন্য তিনি আগামীতে সাংবাদিকদের সর্বপ্রকার সহযোগিতাও প্রত্যাশা করেন।