এস এইচ টিটু : সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে প্রতিচ্ছবি সামাজিক সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী চক্ষু পরীক্ষা,ডায়বেটিস পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুতাং বাজারে সবার মাঝে চিকিৎসা সেবা ছড়িয়ে দেওয়ার উদ্দ্যেশে সামাজিক সংগঠন প্রতিচ্ছবির অস্থায়ী কার্যালয়ে বিনামূল্যে ৪৬৪ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ ডায়বেটিস হাসপাতালের সদস্য মো:আজিজুল বারী চৌধুরী আওয়াল,বিশিষ্ট সমাজ সেবক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল,প্রতিচ্ছবির উপদেষ্টা-নূরপুর ইউপি চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া,প্রতিচ্ছবির সভাপতি-গোলাম কিবরিয়া রায়হান,সমাজ সেবক ইসহাক আলী সেবন,আবু বক্কর ছিদ্দিক,উপদেষ্টা-মো:গিয়াসউদ্দিন মুখলিস,নিজামুল ইসলাম বেলাল,আব্দুল আহাদ খাঁন,হামিদুর ইসলাম রতন,সহ-সভাপতি-সৈয়দ মারুফ আহমেদ,আমিরুল ইসলাম চৌধুরী তুহিন,লন্ডন প্রবাসী ইমরান খাঁন,সাধারণ সম্পাদক মো:রিজভী আহমেদ,মাসুক আহমেদ,সাংগঠনিক সম্পাদক-হেলাল আহমেদ,মাজিদ খাঁন,অর্থ সম্পাদক-ইয়াছিনুল হক নাইম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন-নাইমুল ইসলাম শুভ,শাহীন আহমেদ,সেলিম আহমেদ,মাহমুদুর রহমান শাকিল,শবেবরাত উল্লাহ মামুন,লিমন,ফাহিম,নিজাম উদ্দিন,পারভেজ খাঁ,সূর্য মাহমুদ,ইলিয়াস মিয়া,জীবন আহমেদ প্রমুখ।
জানা যায়, সামাজিক সংগঠন প্রতিচ্ছবির উদ্যোগে এর আগেও ২৮জন রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়।