চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির পুন:গঠন উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪ঘটিকায় সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয়ে কবি আবুল বশীর বাঙ্গাল এর সভাপতিত্বে এক জরুরী সভার আয়োজন করা হয়। উপস্থিত সকল সদস্যগনের সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে কবি আবুল বশীর বাঙ্গালকে সভাপতি ও কবি মহিবুর রহমান জিতুকে সধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। উক্ত সাহিত্য সংসদের জরুরী সভায় উপস্থিত ছিলেন মাষ্টার কল্যাণ কুমার দেব পিন্টু, মাষ্টার মতিউর রহমান, মাষ্টার কামাল আহমেদ, সাংবাদিক আ: ওয়াহীদ শাহীন, কবি ফজলুর রহমান খালেদ, বিজয় চন্দ্র দত্ত, মাসুক ভূইঁয়া, ওয়াহিদুল ইসলাম, মনিরুল হক রকিব, রুমেল আহমেদ, সাংবাদিক এম এস জিলানী আখনজী, মো: লোকমান সহ খোয়াই সাহিত্য সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।