চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড গোছাপাড়া গ্রামের সর্দার বাড়ীতে ঐতিহাসিক নবীপ্রেমিক সম্মেল সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার অব্দুল খালেক সর্দারের সভাপতিত্বে,শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদের সাবেক ইমাম মাওঃ ক্বারী আব্দুল মালে নিজামীর তত্ত্বাবধানে ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি এর পরিচালনায় নবীপ্রেমিক সম্মেলন
১৮ইং অনুষ্ঠিত হয়। সম্মেলনে তকরির পেশ করেন- আল্লামা মুফতি শাহরিয়ার
আশরাফী, উত্তর প্রদেশ ভারত। পীরজাদা আল্লামা আ.ম.ম মাসুম বাকি বিল্লাহ,
ঢাকা। লেখক, গবেষক ও কলামিস্ট ড. গোলাম রাব্বানী, ড. মোহাম্মদ ফারুক
মিয়া, অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া, উপাধ্যক্ষ মাওলানা
মুফতি শফিকুর রহমান, মাওলানা সুলাইমান খান রাব্বানী, মুহাদ্দিস মাওলানা
আব্দুল আলী কাদেরী, মাওলানা সাইদুর রহমান আল কাদেরী প্রমূখ। উক্ত নুরানী
মাহফিলে বক্তাগন বলেন- নবীপ্রেমই ইমানের পূর্বশর্ত। নবীজি (দঃ) এর
প্রেমিকগন আউলিয়ায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করে থাকেন। আর আউলিয়ায়ে
কেরামের শিক্ষা ও তাসাউফ চর্চার মাধ্যমে অত্মাকে পরিশুদ্ধ করে সকল প্রকার
পাপ-পঙ্কিলতা, জুলুম নির্যাতন সর্ব প্রকার দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা
করা এবং মুসলিম ভ্রাতৃত্ব বজায় রেখে সম্প্রীতিপুর্ণ সমাজ গঠনে সকলকে এক
সাথে কাজ করতে হবে। অলোচনা পর্ব শেষে সম্মেলনে মিলাদ-কিয়াম ও জিকির-অযকার
শেষে এলাকাসহ দেশ ও জাতির এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করে
তাবারুক বিতরণের মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘটে।