সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: স্বদেশ সাংষ্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে মহান শহীদ দিবস উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কবি শেখ আব্দুল হক চাষী, নারী উদ্যোক্তা শাহানাজ বেগম লাভলী, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, রাজনীতিবীদ সিদ্দিকুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন কবি আইনুন্নাহার মজুমদার লুবনা, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা নুরুন্নাহার, কবি ও সমাজসেবী মমতাজ জালাল, সাংস্কৃতিক কর্মী শামীমা আখতার টফি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক, কবি আব্দুল মতিন চৌধুরী, কবি লুবনা আক্তার সুমী, ছড়াকার ডাঃ মতিউর রহমান মনির, কবি মোস্তাকিমা জামালী মিতু এবং বিশিষ্ট সমাজসেবী আনিসা খাতুন টুমি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সাহিদুল সলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ভিপি সালাহউদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রবিউল হোসেন রবি। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রহিমা খাতুন, কণ্ঠশিল্পী জে.বি ঝর্ণা, কণ্ঠশিল্পী মেরী রহমান, কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী, কণ্ঠশিল্পী দিলরুবা নাসরিন দিনা এবং কণ্ঠশিল্পী রওশনা আমীন রুমী।
সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন উদ্যোগে সমাজ সেবা ও ইসলামী গবেষনায় তার গৌরবময় অবদান ও কৃর্তির স্বীকৃতির স্বরূপ ২০১৮খ্রি: অমর একুশে স্মৃতি সম্মাননায় ভুষিত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ হযরত সিপাহ সালার (মদনী) সৈয়দ শাহ নাছির উদ্দিন (রা:)সহ ১২০ আউলির দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ (সফি) চিশতির হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, প্রধান অতিথি হাইকোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।