গত ম্যাচে সেঞ্চুরি করে জিতিয়েছিলেন দলকে। ইংলিশ বোলারদের তুলোধুনা করার পর এ ম্যাচেও জ্বলে ওঠে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। কিউই বোলারদের হতাশ করে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার দারুণ রেকর্ড গড়েছেন মাহমুদুল্লাহ।
বিশ্বকাপের আগে পর্যন্ত ১১৩ ম্যাচে কোনো সেঞ্চুরি ছিলা না রিয়াদের। ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পান সাত বছর পর। আর দ্বিতীয় সেঞ্চুরি পরের ম্যাচেই! ব্যাট হাতে দারূণ সময় কাটাচ্ছেন রিয়াদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ কঠিন পরিস্থিতিতে উইকেটে আসেন রিয়াদ। ২৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। প্রথমে সৌম্য সরকারের সঙ্গে ৯৭ রানের জুটি বাঁধেন। এরপর একের পর এক উইকেট পড়তে থাকলেও দাপটে এগিয়ে যান রিয়াদ। সেঞ্চুরি করেন ১১১ বলে আটটি চার এবং ২ ছক্কায়। উইকেটে আছেন ১০৮ রানে। আর বাংলাদেশের রান ৪৭ ওভারে ৫ উইকেটে ২৫৪।