বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” স্লোগানকে ধারণ করে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ ফেব্র“য়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মিল্টন বিশ্বাস, বাহুবল মডেল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সেরা স্টলদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় জুনিয়ার গ্র“পে প্রকল্প মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল স্টল, দ্বিতীয় স্থান অর্জন করেছে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল স্টল ও তৃতীয় স্থান অর্জন করেছে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল স্টল। সিনিয়র গ্র“পে প্রকল্প মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী কলেজ স্টল, দ্বিতীয় স্থান অর্জন করেছে বাহুবল কলেজ স্টল।