চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবতীর সাথে অবৈধ সর্ম্পক গড়ে তোলে এবং নোংরা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পাকুড়িয়া গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র আঃ রহিম (৩০) একই উপজেলার কালেঙ্গা গ্রামের এক যুবতী কন্যার সাথে কয়েক মাস পূর্বে মোবাইল ফোনে ক্রস কানেকশনে যোগাযোগ ও পরিচয় ঘটে। এ পরিচয় সূত্রে গোপনে চলে তাদের মেলামেশা।
এক পর্যায়ে যুবতীকে বিয়ে করবে আশ্বাস দিয়ে আঃ রহিম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষন করে।
অন্যদিকে ইদানিং রহিম তার বন্ধুদের সাথে যুবতীকে দৈহিক ভাবে মিলিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু ঐ যুবতী এতে সম্মত না হওয়ায় রহিম তার নোংরা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ খবর রিপার পরিবারের লোকজনর নিকট পৌছলে বুধবার রাতে এসে চুনারুঘাট থানায় ঐ যুবতী বাদি হয়ে করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং -৮, তারিখঃ- ১১/০৩/২০১৫ ইং।
মামলা দায়েরের সাথে সাথেই যুবক আঃ রহিমকে চুনারুঘাট হাসপাতালের মোড় থেকে রাতেই পুলিশ আটক করে। বৃহস্পতিবার রহিমকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।