চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সতং বাজারের একটি দোকান চুরির মামলার ২নং আসামি বাসু দেবনাথ (৩৫)কে আটক করেছে পুলিশ।
২৫ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ১১ টার দিকে চুনারুঘাট থানার এস আই কাশী শর্মা ও এএসআই রিপন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ অলিপুর গেইট থেকে বাসু দেবনাথ কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি বাসু দেবনাথ উপজেলার ফুলপুর গ্রামের স্বর্গীয় ধিরেন্দ্র দেবনাথের ছেলে। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামান সত্যতা স্বিকার করেছেন।