বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলের তিন মাদরাসা ছাত্র নিখোঁজের ২ দিন পর ফেনী থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার (২৩ ফেব্র“য়ারি) সন্ধ্যায় তারা উপজেলার মিরপুর শামছুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ছাত্রদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে তাদের চট্টগ্রামে পাঁচারের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনযোগে নিয়ে যাচ্ছিল।
শনিবার বাহুবল মডেল থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরী করেন মাদরাসার প্রধান পরিচালক খোরশেদ আলম। নিখোঁজ ছাত্ররা হল- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র তানভির আহমেদ (১৪), শায়েস্তাগঞ্জ থানার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র জুনাইদ আহমদ (১৪) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং কাশেমনগর গ্রামের রশিদ আলীর পুত্র শরিফ উদ্দিন (১৩)।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনের ন্যায় মাদরাসা ছাত্র ক্লাস ও বিকালের খেলাধুলা শেষে মাদরাসা ক্যাম্পাসেই ছিল। সন্ধ্যায় মাগরিবের নামাজে সকলে অংশগ্রহণ করলেও নামাজ শেষে উল্লেখিত তিন হিফজ বিভাগের ছাত্রকে পাওয়া যাচ্ছিল না। পরে মাদরাসা কর্তৃপক্ষ খোজাঁখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে বিষয়টি অভিভাবকদের অবগত করেন। নিখোঁজের সংবাদ পরিবারের লোকজনের কাছে পৌঁছালে অভিভাবকরা নিজ নিজ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নেন।
এক পর্যায়ে শিশুরা পাঁচারকারীদের কবল থেকে উদ্ধার হয়ে ফেনী শহরের জনৈক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার স্বজনদের সাথে যোগাযোগ করে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ওই মোবাইল ব্যবহারকারীর সাথে যোগাযোগ করে শিশুদের নিকটস্থ থানা হেফাজতে নেয়ার ব্যবস্থা করে। অবশেষে গতকাল রোববার বিকেলে পুলিশ শিশুদের স্বজনদের কাছে পৌঁছে দেয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, নিখোঁজ হওয়া ৩ মাদরাসা ছাত্র গত শনিবার সন্ধ্যায় অজ্ঞাত পাচারকারীর কবলে পড়ে চট্টগ্রামে চলে যায়। পরে পাচারকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে এসে ফেনী শহরে পৌছে জনৈক ব্যক্তির মোবাইল ফোনে স্বজনের সাথে যোগাযোগ করে। পরে ফেনী সদর থানা পুলিশের সহযোগিতায় বাহুবল মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।