নিজস্ব প্রতিনিধি : লাইনচ্যুত উপবন ট্রেনের ১১টি বগি সরিয়ে নেওয়ায় প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটির ১১ বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) জেনারেল ম্যানেজার আব্দুল হাই রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।